নাইক্ষ্যংছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ সফল ভাবে সম্পন্ন

বান্দরবান প্রতিনিধি : “মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, মৎস্য সেক্টরের , সুশীল অর্থনীতির অগ্রগতি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত দেড় থেকে শুরু হওয়া নাইক্ষ্যংছড়িতে মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে মূল্যায়ন,পুরুষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) সকাল ১১ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও সাদিয়া আফরিন কচির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ,বিশেষ অতিথি ছিলেন মন্ত্রীর প্রতিনিধি খাইরুল বশর,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান মেম্বার,সমবায় অফিসার সৃজন কুমার দাশ, নাইক্ষ্যংছড়ি মৎস্য অফিসের দায়ীত্বরত কর্মকর্তা মোঃ আবদুল্লাহ, কৃষকলীগ নেতা আব্দুস সাত্তার,উপজেলা মৎস্য সম্প্রসারণ অধিদপ্তরে আইয়ুব আলী, মৎস্য অফিসের রশিদ আহাম্মদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, দায়িত্বরত কর্মকর্তা আবদুল্লাহ বলেন সার সমৃদ্ধি দেশের ন্যায় নাইক্ষ্যংছড়ি উপজেলাতেও মৎস্য অধিদপ্তরের আয়োজনে ৭ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী মধ্যদিয়ে পালন করা হয় জাতীয় মৎস্য সপ্তাহ। এ দিবসটিকে ঘিরে ব্যানার ফেস্টুন র‌্যালী, পোনা অবমুক্তকরণ, ফরমালিন বির জুলাই রোধী অভিযান, মৎস্য আইন, মৎস্য চাষ বিষয়ে বালিকা বিদ্যালয়ের বির্তক প্রতিযোগিতা ও বাজারেও মৎস্য চাষে উদ্বুদ্ধকরণ সভা আয়োজন করা হয়।সমাপনী অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ মৎস্য চাষিদের হাতে পুরুষ্কার তোলে দেওয়া হয়।