নাইক্ষ্যংছড়িতে অধ্যক্ষের শাস্তির দাবীতে মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি : বান্দবানের নাইক্ষ্যংছড়িতে ছাত্রী কেলেংকারী, দূর্নীতি, জেলা প্রশাসকের পত্র জালিয়াতি, স্বেচ্ছাচারিতা, মাদরাসা শিক্ষাবোর্ড এর পত্র জালিয়াতি করে কমিটি পরিবর্তন, শিক্ষার্থীদের যৌন হয়রানি, অতিরিক্ত ফি আদায়, সহ নানা দুর্নীতি ও অনিয়মের কারিগর মদিনাতুল উলুম আলিম মাদরাসার অধ্যক্ষ ছৈয়দ হোসেনের শাস্তি ও অপসারণের দাবীতে সোমবার ২২ জুলাই বিকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সামনে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবক সহ স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ।
মানববন্ধন শেষে শিক্ষকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি বরাবরে একটি স্মারক লিপি প্রদান করা হয়। উল্লেখ্য সম্প্রতি তার বিরোদ্ধে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসব বিষয়ে সংবাদ প্রকাশের পর প্রশাসন কোন ব্যবস্থা না নেওয়ায় এ মানববন্ধন ও বিক্ষোভ করেন মাদ্রাসাটির শিক্ষক ও অভিভাবক।