নতুন সড়ক আইন প্রচারণায় লালমনিরহাট পুলিশের লিফলেট বিতরণ

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃনতুন সড়ক পরিবহন আইন-১৮ সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে লিফলেট বিতরণ করেছে লালমনিরহাট জেলা পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র শহরের মিশনমোড় চত্বরে মোটরসাইকেল, ব্যাটারিচালিত অটোরিকশাচালকসহ পথচারীকে নতুন সড়ক আইনের বিভিন্ন দিক তুলে ধরেন জেলা পুলিশ সুপার (এসপি) এস এম রশিদুল হক। এ সময় নতুন সড়ক আইনে কী আছে এ বিষয়ে সচেতন করতে সবার হাতে লিফলেট তুলে দেন তিনি। লালমনিরহাট পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, নতুন সড়ক আইন সম্পর্কে অনেকেই অবগত নয়। তাই তাদের আগে নতুন সড়ক আইন সম্পর্কে সচেতন করা হচ্ছে। পরে কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নতুন সড়ক আইন সম্পর্কে সচেতন করতে কাজ করে যাচ্ছে পুলিশ। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শহীদ সোহরাওয়ার্দী, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মোঃ আব্দুল কাদের, সদর ট্রাফিক সার্জেন্ট আল ফরিদ প্রমুখ।