জীবননগরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধনে এমপি টগর

এইচ এম হাকিম, স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী প্রতিপাদ্য বিষয় ছিলো মাদক নয় কলন ধরো,জাতীয় প্রযুক্তিকে আগলে ধরো,এই প্রতিপাদ্য কে সামনে রেখে বুধবার সকাল ১০ ঘটিকার সময় চুয়াডাঙ্গার জীবননগরে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২১ এর শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা -২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর এমপি।

জানা গেছে, জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর এমপি, শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের তরুন প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ, আজকের এই শিক্ষার্থীরা আগামী দিনে আরো ভালো কিছু করবে, আমাদের সকল অভিভাবকদের উচিৎ প্রযুক্তিতে এই প্রজন্মকে আরো বেশি উৎসাহিত করা, বর্তমানে অনেকে আছে মোবাইলে আসক্তি হয়ে আছে, মোবাইল আসক্তি হতে আমাদের সন্তানেরা যাতে বেড়িয়ে আসতে পারে, সে দিকে আমাদের সকল অভিভাবক নজর দিলেই এসব বন্ধ করে, প্রযুক্তি খাতে বাংলাদেশের জন্য সন্তানেরা ভালো কিছু করতে পারবে…..।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃহাফিজুর রহমান হাফিজ,উপজেলা নির্বাহী অফিসার মোঃআরিফুল ইসলাম,জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা,চুয়াডাঙ্গা জপলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য ও সাবেক জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মোঃ আব্দুল লতিফ অমল, জীবননগর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম,জীবননগর পৌর সভার মেয়র রফিকুল ইসলাম রফিক, জীবননগর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী,৷ মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৌরভ হোসেন খাঁন,সীমান্ত আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মোল্লা,বাঁকা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান,জীবননগর প্রেস ক্লাবের সভাপতি মুন্সী এম আর বাবু,সাধারণ সম্পাদক চন্চল, জীবননগর পৌর যুবলীগ সভাপতি শাহ আলম শরিফুল ইসলাম বাবু।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলার জনপ্রতিনিধি, রাজনীতিবিদ,সাংবাদিক বৃন্দ, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জীবননগর উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলার মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা ২০ টি স্টলের মাধ্যমে দর্শনার্থীদের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে ধারনা দেওয়া হয়।