জলঢাকায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত

মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধি নীলফামারীর জলঢাকায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বাষির্কী “জাতীয় শোক দিবস”পালিত হয়েছে। দিবসটি পালনে উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন,কালো ব্যাচ ধারন, আলোচনা সভা,প্রামাণ্য চিত্র প্রদর্শন, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, বৃক্ষ রোপন ও পুরস্কার বিতরণের আয়োজন করেন। দিবসটি যথাযোগ্য মর্যাদায়  বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালন করেছে জলঢাকা উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গ ও  সহযোগী সংগঠন।এ উপলক্ষে শনিবার সকালে পৌর আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয়,দলীয় ও কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ পড়ানোর মধ্যদিয়ে কর্মসূচি সুচনা করা হয়। পরে স্বাস্থ্যবিধি মেনে একটি শোক রালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে পুনরায় পৌর আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভায়  মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল সহ বিভিন্ন স্তরের দলীয় নেতৃবৃন্দ।আলোচনা সভায় বক্তারা  অবিলম্বে বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে ফাঁসীর রায় কায্যকর করার আহবান জানান এবং ইতিহাসের এই জঘন্যতম হত্যাকান্ডের নেপথ্যের নায়কদের বের করতে কমিশন গঠনের জন্য সরকারের কাছে আহবান জানান। আলোচনা সভা শেষে ১৫ আগষ্টে জাতির জনক বঙ্গবন্ধুসহ  নিহতদের আত্মার মাকফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অন্যদিকে উপজেলা জাতীয় পাটি, যুবসংহতি ও ছাত্র সমাজের উদ্যোগে একটি শোক রেলি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্বরে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু।এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ,মৎস্যজীবি লীগ, বঙ্গবন্ধু প্রজন্মলীগ,জলঢাকা পৌরসভা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানান কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করেন