চুয়াডাঙ্গার তিতুদহে প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ , আহত ৯

এই আমার দেশ ডেস্ক

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নৌকা ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া পালটা হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত ৮ টা থেকে ১০ টা পর্যন্ত তিতুদহ বাজার ও গ্রীসনগরে এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
দুই পক্ষের কয়েকটি অফিস, প্রাইভেটকার ও মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এতে তসলিম উদ্দিন নামে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর এক কর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম সহ উভয়পক্ষের মোট আটজন আহত হয়েছে।

এদিকে আ.লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শুকুর আলীর তিনটি ও স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান টিপুর দুটি নির্বাচনী অফিস পাল্টাপাল্টি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়াও স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের মোটরসাইকেল ভাংচুর করা হয়।

খবর পেয়ে দর্শনা থানা পুলিশে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ হামলার ঘটনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবির বলেন. ‘ঘটনা আমি শুনেছি দুই গ্রপে মারামারীর ঘটনা ঘটছে। সাথে সাথে আমি আমার ফোর্স পাঠিয়ে পরিস্হিতি নিয়ন্ত্রণে নিয়েছি। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠিয়েছি। এদের মধ্যে ১ জনের অবস্হা খুব গুরুতর ’।