চারঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ গুড়িয়ে দিলেন উপজেলা প্রশাসন

রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর চারঘাটে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিলেন উপজেলা প্রশাসন। রোববার দুপুরের দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার সারদা বাজারে ১২ টি অবৈধ দোকানপাট উচ্ছেদ করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আনিছুর রহমান।

জানা যায়, ক্ষমতার দাপটে দীর্ঘদিন ধরে উপজেলার সারদা বাজারে সরকারী জায়গা দখল করে দোকানপাট বসিয়ে ছিলেন এক শ্রেণীর প্রভাবশালী চক্র। পৌর কর্তৃপক্ষ একাধিকবার অবৈধ দোকানপাট তুলে নিতে দোকান মালিকদের অনুরোধ করলেও অবৈধ দোকান মালিকরা কর্নপাত করেনি। রোববার সকালে পৌর কর্তৃপক্ষ ড্রেন নির্মানের কাজ শুরু করলে তাতে বাধা দেয় অবৈধ দখলদাররা। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সারদা বাজারে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে পরিচালনা করা হয় ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আনিছুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় অবৈধ দখলদাররা দোকানপাট বন্ধ করে পালিয়ে যায়। পরে অবৈধ দোকানপাট ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক আনিছুর রহমান বলেন, সরকারী জায়গা দখল করে এক শ্রেণীর লোক দোকানপাট গড়ে ছিল। তাদের দোকানপাট সরিয়ে নিতে পৌর কর্তৃপক্ষ একাধিবার নোটিশ জারি করলেও তারা কর্নপাত করেনি। তাই বাধ্য হয়ে এ অভিযান পরিচালনা করতে হয়েছে।