গুগল ডুডলে স্বাধীনতা দিবস

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিশেষ ডুডল বানিয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। প্রতিষ্ঠানটি বিশেষ দিনে বিভিন্ন দেশের জন্য হোমপেজে আলাদা ডুডল দিয়ে থাকে। সোমবার দিবাগত রাত ১২টার পর থেকে সার্চ ইঞ্জিনটি স্বাধীনতা দিবসের বিশেষ ডুডলটি চালু করেছে।

ডুডল হলো বিশেষ নকশা বা চিত্রের মধ্য দিয়ে কোনো বিষয় ফুটিয়ে তোলা। ডুডল ব্যবহারের মাধ্যমে এর উপলক্ষ সম্পর্কে সবাইকে জানানো হয়।

নতুন ডুডলটিতে দেখা যাচ্ছে যে, বাংলার চিরচেনা নৌকায় বৈঠা হাতে মাঝি। ডুডলটিতে গুগলের লোগোতে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকার লাল-সবুজ রঙ।

ডুডলে প্রদর্শিত বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এর ওপর ক্লিক করতে হয়। তখন গুগল অনুসন্ধানের মাধ্যমে বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য থাকা কিছু ওয়েবসাইটের লিংক প্রদর্শন করে। ২০১৩ সালে বাংলাদেশের ৪৩তম স্বাধীনতা দিবসে গুগল বাংলাদেশের জন্য প্রথম ডুডল তৈরি করে।