গঙ্গাচড়ায় যোগাযোগ দক্ষতা উন্নয়ন বিষয়ক অবহিতকরণ সভা

আব্দুল আলীম প্রামানিক, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের গঙ্গাচড়ায় যোগাযোগ দক্ষতা উন্নয়ন বিষয়ক অবহিতকরণ সভা মঙ্গলবার অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় ও ডেমক্রেসি ওয়াচ এর আয়োজনে অবহিতকরণ সভায় অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন ফটিকের সভাপতিত্বে আরো অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক ও সহকারী অধ্যাপক আশিকুজ্জামান লিটন, মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফা ইয়াসমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখেরুজ্জামান মিলন, উপজেলা জাপার আহবায়ক কমিটির সদস্য আলী আরিফ সরকার রিজু, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মাহমুদ আলম, দুঃস্থ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক চাঁদ মিয়া, জানো প্রকল্পের এফও হাবিবা খাতুন। অপরাজিতা প্রকল্পের জেলা সমন্বয়কারী রেজাউল করিম স্বাগত বক্তব্য রাখেন।

প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আব্দুল খালেকের উপস্থাপনায় উন্মুক্ত আলোচনায় রাজনৈতিক দলে নারীর শতকরা ৩৩ ভাগ নিশ্চিতকরণে মতামত ব্যক্ত করেন নারী নেত্রী আঞ্জুমানারা বেগম, মিনারা বেগম প্রমূখ। অবহিতকরণ সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সদস্য ও নারীনেত্রীগণ অংশগ্রহণ করেন।