‘খেলরত্ন’ অ্যাওয়ার্ডে ভূষিত রোহিত শর্মা

ডেস্ক নিউজঃ ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মাননা ‘রাজীব গান্ধী খেলরত্ন’ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন দেশটির বিধ্বংসী ওপেনার রোহিত শর্মা। রোহিতের আগে এ পুরষ্কার পেয়েছেন মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি ও জাতীয় দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি।

খেলরত্ন পাওয়ায় রোহিতকে টুইটারে অভিনন্দন জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), চতুর্থ ক্রিকেটার হিসেবে ভারতীয় ক্রীড়ার সর্বোচ্চ স্বীকৃতি রাজীব গান্ধী খেলরত্ন পাওয়ায় রোহিতকে অভিনন্দন। তোমাকে নিয়ে আমরা গর্বিত, হিটম্যান!

রোহিতের সঙ্গে এবার ‘খেলরত্ন’ পেয়েছেন কমনওয়েলথ গেমসে দু’বার ও এশিয়ান গেমসে একবার সোনাজয়ী কুস্তিগীর বিনেশ ফোগাট, কমনওয়েলথ গেমসে দু’টি ও দক্ষিণ এশিয়ান গেমসে তিনটি সোনাজয়ী ব্যাডমিন্টন খেলোয়াড় মনিকা বাত্রা, নারী হকি দলের অধিনায়ক রানী রামপাল ও ২০১৬ প্যারালিম্পিকে সোনাজয়ী হাই জাম্পার মারিয়াপান থাঙ্গাভেলু।

১৯৯৮ সালে প্রথম ভারতীয় হিসেবে খেলরত্ন পান টেন্ডুলকার। ২০০৭ সালে ধোনি ও ২০১৮ সালে কোহলি এই সম্মানে ভূষিত হন। গত বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রোহিত। বিশ্বকাপে রেকর্ড ৫টি সেঞ্চুরিসহ করেছিলেন ৬৪৮ রান। এছাড়া গত বছর ওয়ানডেতে করেছেন ১,৪৯০ রান। এরপর টেস্ট ফরম্যাটে সুযোগ পেয়ে নিজের জাত চেনান তিনি। গত বছর প্রথমবারের মতো টেস্টে ওপেনার হিসেবে ৫ ম্যাচে করেন ৫৫৬ রান। ওয়ানডে ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ডও ৩৩ বছর বয়সী রোহিতের দখলে।