আওয়ামী লীগ এর একাধিক আসনে প্রার্থী পরিবর্তন করা হচ্ছে।

মাগুরা প্রতিনিধি : মাগুরা-১ আসনে বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের বদলে ক্রিকেটার সাকিব আল হাসান, ঢাকা-১০ আসনে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলামের পরিবর্তে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, ঢাকা-৬ আসনে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদের বদলে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন, ঢাকা-১৩ আসনে সাদেক খানের স্থানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা-৮ আসনে ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেননের স্থানে যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বরিশাল-২ আসনে শাহ-ই-আলমের পরিবর্তে সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনূস, বরিশাল-৪ আসনে সংসদ সদস্য পঙ্কজ নাথের স্থানে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, বরিশাল-৩ আসনে খালেদ হোসেন স্বপন ও বরিশাল-৬ আসনে মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিক, ঢাকা-৭ আসনে হাজী সেলিমের পরিবর্তে ছেলে ইরফান সোলায়মান সেলিম, যশোর-২ আসনে নাসির উদ্দিনের স্থানে তৌহিদুজ্জামান তুহিন, ঢাকা-১১ আসনে রহমতুল্লাহর পরিবর্তে ওয়াকিল উদ্দিন, ঢাকা-৪ জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলার বদলে সানজিদা খানম, ফরিদপুর-৪ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফর উল্লাহ, সিলেট-৫ আসনে হাফিজ আহমদ মজুমদারের বদলে মাসুক উদ্দিন, সিলেট-২ গণফোরামের মোকাব্বির খানের স্থানে শফিকুর রহমান-কে প্রার্থী করা হয়েছে।

ঢাকা-১৪ আসনে আগা খান মিন্টুর পরিবর্তে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, চট্টগ্রাম-১ আসনে সংসদ সদস্য মোশাররফ হোসেনের স্থলে তার ছেলে মাহবুবুর রহমান রুহেল, চট্টগ্রাম-৪ আসনে দিদারুল আলমের বদলে এস এম আল মামুন, চট্টগ্রাম-৫ আসনে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদের আসনে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ ছালাম নৌকার টিকিট পেয়েছেন বলে জানা গেছে।

চাঁদপুর-২ আসনে বর্তমান সংসদ সদস্য নুরুল আমিন রুহুলের পরিবর্তে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা-৫ আসনে মনিরুল ইসলাম মনুর বদলে সজল মোল্লা, কক্সবাজার-১ জাফর আলমের বদলে সালাহউদ্দিন আহমেদ, ফরিদপুর-১ আসনে মঞ্জুর হোসেন বুলবুলের বদলে আব্দুর রহমান, ফরিদপুর-৩ খন্দকার মোশাররফ হোসেনের পরিবর্তে শামীম হক, সুনামগঞ্জ-১ আসনে মোয়াজ্জেম হোসেন রতনের বদলে রনজিত সরকার, সুনামগঞ্জ-২ জয়া সেন গুপ্তের বদলে চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, সুনামগঞ্জ-৪ জাতীয় পার্টির পীর ফজলুর রহমানের স্থানে মোহাম্মদ সাদিক, চাঁদপুর-১ মহিউদ্দিন খান আলমগীরের পরিবর্তে সেলিম মাহমুদ, জামালপুর-৪ মুরাদ হাসানের স্থানে মারুফা আক্তার পপি, জামালপুর-৫ মোজাফফর হোসেনের বদলে আবুল কালাম আজাদ, নেত্রকোনা-১ মানু মজুমদারের বদলে মোস্তাক আহমেদ রুহি, নেত্রকোনা-৫ ওয়ারেসাত হোসেন বেলালের পরিবর্তে আহমদ হোসেন, রংপুর-৫ আসনে এইচ এম আশেকুর রহমানের বদলে তার ছেলে রাশেক রহমানকে মনোনয়ন দেওয়ার বিষয়ে জানা গেছে।

এ ছাড়া ফরিদপুর, ময়মনসিংহ, জামালপুর, মাগুরা, শেরপুর, বরিশাল, বরগুনা, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, নেত্রকোনা, রাজশাহী, দিনাজপুর, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনাসহ আরও কয়েকটি জেলায় এক বা একাধিক আসনে প্রার্থী পরিবর্তন করা হচ্ছে।