অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে পুলিশের অর্থ বাণিজ্য

ওসমান গনি, যশোর থেকেঃ যশোর সদর বসুন্দিয়া স্থানীয় পুলিশ ফাড়ির সোর্চ সেজে এলাকার বিভিন্ন জায়গায় জোরপূর্ব চাদাবাজির অভিযোগ উঠেছে । এলাকার বিভিন্ন ঘটনাকে কারসাজি করে সিন্ডিকেট মশিয়ার খা (৩৫)কয়েক বছর যাবৎ পুুলিশের ঘাড়ে চড়ে প্রচুর অর্থ লুুট করে আসছে।  দিনে ও রাতের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় পুলিশের বাইক বহরে তার চলাফেরা। সমাজের (নির্যাতিত) নৃহ- মানুষগুলিকে তোপের মুখে ফেলে তাদের কাছ থেকে বিপুল পরিমান অর্থ লুফে নিচ্ছে দালাল মশিয়ার খা(৩৪)। সমাজের (নাম বলতে না পারা) এক ব্যাক্তি বলে, ভূল তথ্য দিয়ে সমাজের মানুষকে আজ বিব্ভ্রান্ত করেও তুলেছে ।এ-ভাবে সমাজের মানুষ আজ কোন-ঠাসা হয়ে আছে, কিছু ধুরন্দার ব্যক্তির জন্যে। যে কারনে, বসুন্দিয়া স্থানীয় প্রশাসনের পূর্বের অর্জিত সুনাম আজ হারাতে যাচ্ছে। সুতারাং,ঐতিহ্যবাহী বসুন্দিয়া পুলিশ-ক্যাম্পে (আশ্রয়কৃত দালাল) সমাজের মানুষের প্রতি অ-বিচার ও অ-বৈধ সিন্ডিকেটের মাধ্যমে সমাজের উপর অন্যায় রোধে, স্থানীয় প্রশাষনসহ উর্দ্ধতন কতৃপক্ষের নিকট সঠিক বিচার ও সামাজিক অনুভূতির দাবি প্রকাশ করেন অত্র এলাকার অভিজ্ঞ মহল।