কালীগঞ্জে অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন মেহের আফরোজ চুমকি

কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি
কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগার চত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘অমর একুশে বইমেলা-২০২২’ এর উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ফিতা কেটে তিনি মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আসসাদিকজামান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীনা আক্তার, কালীগঞ্জ পৌরসভার মেয়র এসএম রবীন হোসেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ.এম অবুবকর চৌধুরী প্রমূখ।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই-জান্নাত বলেন, কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগার চত্বরে পাঁচ দিনব্যাপী ‘অমর একুশে বইমেলা-২০২২’এর উদ্বোধন করা হয়েছে। বইমেলা চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই মেলা চলবে। মেলায় সবমিলে মোট ১৮টি স্টল স্থাপন করা হয়েছে। এরমধ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টল রয়েছে ৭টি, বই বিক্রি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৫টি, সমবায়র ৩টি, ইসলামিক ফাউন্ডেশনের ১টি। এছাড়াও একটি তথ্য কেন্দ্র ও একটি খাবারের দোকান রয়েছে।