খুলনার পাইকগাছায় চিংড়ী ও ধান চাষ অব্যাহত রাখার দাবীতে জমির মালিকদের স্মারকলিপি প্রদান

মোঃ মনিরুল ইসলাম: খুলনার পাইকগাছায় চিংড়ী ও ধান চাষ অব্যাহত রাখতে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে সহস্রাধিক লোকের স্বাক্ষরিত স্মারক লিপি দেয়া হয়েছে। বুধবার দুপুর আড়াইটায় এ স্মারকলিপি দেয়া হয়।
স্মারকলিপিতে দেখা যায়, উপজেলার দেলুটি ও জিরবুনিয়া মৌজায় ১১ হাজার ১ শ বিঘা জমিতে ২০/২৫ বছর ধরে শ্রাবণ মাস পর্যন্ত লবণ পানির চিংড়ী চাষ হয়ে থাকে। শ্রাবণ মাস থেকে নদীর পানি মিষ্টি হওয়ায় সেখানে ধান চাষও হয়ে আসছে। এদিকে পরিবেশ রক্ষার কথা বলে সম্প্রতি লবণ পানি উঠানো বন্ধের দাবীতে স্থানীয় একটি মহল অপতৎপরতা শুরু করেছে। এমতাবস্থায় লবণ পানি উঠানো বন্ধ করলে বৈদেশিক মুদ্রা অর্জনের এ খাতটি বন্ধ হয়ে যাবে। বেকার হয়ে পড়বে হাজার হাজার লোক। ২১নং পোল্ডারের মৌজার খালগুলো অবমুক্ত করে খনন, ১৬ কিলোমিটার ওয়াপদার বাঁধ সংস্কার ও তিনটি স্লুয়েজ গেট সংস্কার করার দাবী করা হয় স্মারকলিপিতে। সহস্রাধিক জমির মালিকদের পক্ষে স্মারকলিপি প্রদান করেন দেলুটি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নির্মল কান্তি মন্ডল, আবুল হোসেন, নিরঞ্জন রায় ও বিভুতি ভুবন রায়সহ আরও অনেকে। এছাড়া জেলা প্রশাসকসহ ৫টি দপ্তরে অনুলিপি দেয়া হয়েছে। খুলনা- ৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর কাছে স্মারকলিপি দেয়া হবে তারা এ প্রতিনিধিকে জানান।