স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নাগরপুরে স্মরণিকা বইয়ের মোড়ক উন্মোচন

মো:আরিফুল ইসলাম
নাগরপুর প্রতিনিধিঃ
 টাঙ্গাইলের নাগরপুরে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ এর উদ্যোগে “চেতনায় বহমান ” স্মরণিকা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এই স্মরণিকার উন্মোচন করেন।
উক্ত স্মরণিকার বইয়ের লেখক ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন বলেন, এই স্মরণিকা পাঠে সকলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সহজে জানতে পারবে। আমরা চাই নাগরপুরে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্ম জানুক এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংকলনে আমরা সদা সোচ্চার।
এ স্মরণিকার উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বীর প্রতীক, কাজী আশরাফ হোসেন, এডভোকেট শামসুল আলম শাজাদা, আবদুল্লাহ বীর প্রতীক, শামসুল হক, নাগরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ছানা, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দীকুর রহমান, বেকড়া আটগ্রাম ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান গণ উপস্থিত ছিলেন।