শুরু বঙ্গবন্ধু

এই আমার দেশ ডেস্ক

বাংলাদেশের জন্মের ৫০ বছর উপলক্ষে শেখ মুজিবুর রহমানের বায়োপিক তৈরি করছেন শ্যাম বেনেগাল, যে ছবি ফ্লোরে গেল সম্প্রতি। ‘বঙ্গবন্ধু’ নামে সেই ছবি ভারত ও বাংলাদেশ যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে। গত মার্চ মাসে শুরু হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে ছবির কাজ আটকে যায়। ২০২১ সালের ২১ জানুয়ারী থেকে মুম্বইয়ে ফের শুরু হয়েছে তা। ছবিতে মুজিবুরের চরিত্রে দেখা যাবে আরিফিন শুভকে। শেখ হাসিনার চরিত্রে নুসরত ফারিয়া। শেখ ফাজ়িলাতুন্নেসার চরিত্রে দেখা যাবে নুসরত ইমরোজ় তিশাকে। ছবির সুরকার শান্তনু মৈত্র।

এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ অক্টোবর ২০১৯ সালে দীর্ঘ ক্ষণ কথা বললেন শ্যাম বেনেগালের সঙ্গে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় ‘বঙ্গবন্ধু’ নামে একটি চলচ্চিত্র তৈরি হবে। শ্যাম সেটির পরিচালক। চিত্রনাট্য লিখছেন অতুল তিওয়ারি। এই ছবিটি নিয়ে নিয়ে হাসিনা-বেনেগাল বিস্তারিত আলোচনা হয় এ দিন। এ ছাড়া শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি নিয়েও কথা হয়েছে বলে সূত্রের খবর।

সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, হাসিনার উপদেষ্টা গওহর রিজ়ভির নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল এ দিন ভারতের তথ্য-সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বৈঠক করেছে। বঙ্গবন্ধু ছবিটি নিয়ে আলোচনা হয়েছে দু’পক্ষে। এই ছবিটি তৈরির কাজে বাংলাদেশ সব রকম ভাবে সাহায্য করবে। চিত্রনাট্যের জন্য গবেষণা করতে অতুল বাংলাদেশে যাবেন। সে দেশের ফিল্ম-ব্যক্তিত্ব পিপলু খান এ কাজে তাঁকে সাহায্য করবেন। আরও ঠিক হয়েছে, ডিডি ফ্রেশ প্ল্যাটফর্মে বাংলাদেশ টিভি দেখানোর সিদ্ধান্ত নিয়েছে প্রসার ভারতী। এর জন্য সংশ্লিষ্ট ফি নেওয়া হবে না। বাংলাদেশও তাদের ডিটিএইচ পরিষেবা চালু করার পরে দূরদর্শন চ্যানেল দেখাবে বাংলাদেশে।