রাজশাহী আট জেলায় হোম কোয়ারেন্টাইনে ১২০ জন

রাজশাহী ব্যুরোঃ রাজশাহী বিভাগের আট জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১২০ জন। এর মধ্যে রাজশাহী জেলায় রয়েছেন ৬ জন। জানা যায় করোনা ভাইরাস আতঙ্কে রাজশাহী নগরী ছাড়তে শুরু করেছেন হাজার হাজার শিক্ষার্থীসহ সাধারণ মানুষও। যারা গ্রাম ছেড়ে এসে রাজশাহী শহরের এসে বসবাস করছিলেন তাদের অনেকেই শহর ছাড়তে নিজ জেলায় চলে যাচ্ছেন। স্বাস্থ্যবিভাগের দেয়া তথ্য মতে, রাজশাহী বিভাগের ৮টি জেলায় বুধবার পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১২০ জন। এদের মধ্যে ৬ জন রাজশাহী জেলার বাসিন্দা। তবে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত করা যায়নি বলে নিশ্চিত করেছেন রাজশাহী স্বাস্থ্য বিভাগের পরিচালক গোপেন্দ্রনাথ আচার্য্য।

তিনি বলেন, এখন পর্যন্ত রাজশাহীতে করোনা ভাইরাসে আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি। তবে আমরা বিদেশ ফেরতদের প্রতি সতর্ক রয়েছি। তারা যেন বাড়ির বাইরে যেতে না পারে, সেজন্য সার্বিকভাবে তদারকির জন্য স্থানীয় প্রশাসনকে নিন্দেশ দেওয়া হয়েছে।

ইতি মধ্যে রাজশাহী বিশবিদ্যালয় ও রুয়েটও করোনা আতঙ্কে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে হল ছেড়ে সকালেই রাজশাহী ত্যাগ করেছেন দুটি শীর্ষ বিদ্যাপিঠের শিক্ষার্থীরা।