ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে কার্ডিয়াক ক্যাথল্যাবের উদ্বোধন

ময়মনসিংহ থেকে মোহাম্মদ হজরত আলীঃ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে এই প্রথম বহুল প্রত্যাশিত কার্ডিয়াক ক্যাথল্যাব চালু করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) বিভাগে ফিতা কেটে ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্ডিয়াক ক্যাথল্যাবের উদ্বোধন করেন হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক ও বাংলাদেশ সোসাইটি অব কার্ডিয়াক ইন্টারভেনশনের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মীর জামাল উদ্দিন।

এসময় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষী নারায়ন মজুমদার, কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. এম এ বারিসহ দেশের বিভিন্ন হাসপাতালের কার্ডিয়াক বিভাগের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

পরে হাসপাতালের কনফারেন্স রুমে প্রেস ব্রিফ্রিং অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে মত বিনিমিয় কালে হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষী নারায়ন মজুমদার জানান, ক্যাথল্যাব চালু হওয়ায় এনজিওগ্রাম পরীক্ষার পর রোগীদের স্বল্পমূল্যে রিং পরানো, প্রেসমেকার স্থাপন ও হার্টের ভাল্ব রিপেয়ারিংসহ বাইপাস সার্জারি করা সম্ভব হবে।

এর মাধ্যমে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে হৃদরোগের চিকিৎসা সেবার ক্ষেত্রে একটি যুগান্তকারী প্রদক্ষেপ হল।