মেহেরপুরে যুব প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

মেহেরপুরে ‘আন্তর্জাতিক যুব দিবস’ উপলক্ষে আলোচনা সভা, যুব প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগষ্ট) সকালের দিকে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কে এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।

মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পিপি পল্লব ভট্টাচার্য, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর লক্ষণ বাহাদুর, আত্মকর্মী ক্যামেলি আখতার , রাশেদুল ইসলাম, কম্পিউটার প্রশিক্ষক মাসুদ আল আহসান নোবেল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু প্রমূখ।

এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে কম্পিউটার, ইলেকট্রনিক্স, হাউজ ওয়ারিং, আরএসি, পোশাক, গবাদি পালন সহ বিভিন্ন প্রশিক্ষণ অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ এবং নতুন প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করা হয়।