মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম (এমএএফ), ময়মনসিংহের এ্যাকশন প্ল্যানিং মিটিং ও ইফতার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সার্বিক সহযোগিতায় মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম (এমএএফ), ময়মনসিংহের উদ্যোগে ০৭-০৪-২০২৪ খ্রি: নগরীর গ্রীণ পয়েন্ট কনভেনশন সেন্টারে এমএএফ ময়মনসিংহের সভাপতি সুমন চন্দ্র ঘোষ এর সভাপতিত্বে ও এমএএফ সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদের সঞ্চালনায় এ্যাকশন প্ল্যানিং মিটিং ও ইফতার অনুষ্ঠিত হয়।

মাল্টি পার্টি এডভোকেসি ফোরাম, ময়মনসিংহ আয়োজিত এ্যাকশন প্ল্যানিং মিটিং ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সভাপতি মোঃ ইকরামুল হক টিটু, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আবু ওয়াহাব আকন্দ, উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, এ.কে.এম মাহবুবুল আলম, মহানগর আওয়ামী লীগের সহ- সভাপতি আনেয়ারা খাতুন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক রিপন, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপক দিলরুবা সারমীন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক তাসলিমা আক্তার লাভলী, জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি মনির চৌধুরী, জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক ওয়াহিদুজ্জামান আরজু, সংস্কৃতি পার্টির আহবায়ক শহীদ আমিনী রুমি, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য নূরজাহান মিতু, মহানগর আওয়ামী লীগের সদস্য ইব্রাহীম মুকুট, রফিকুল ইসলাম রতন, মহানগর বিএনপির সদস্য আব্দুর রউফ আকন্দ রতন, দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন পারভিন, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফারিয়া তাসনিম তিথি, জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জাহিদ হোসেন উৎপল, উত্তর যুবদলের সদস্য এনামুল হক শাহীন, মহানগর যুবলীগের সদস্য শাহ আলমগীর জয়, আওয়ামী আইনজীবী পরিষদের নেতা এড. মাহবুব আল মামুন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুূর রহমান সজল, মহানগর ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক ফাহিম ফেরদৌস ফুয়াদ, মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মসিক কাউন্সিলর আকিকুন নাহার, মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক স্বপ্না সরকার, যুব মহিলা লীগের যুগ্ম-আহবায়ক স্মৃতি আক্তার,আওয়ামী লীগ নেত্রী মাহমুদা হোসেন মলি সহ আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নীতিনির্ধারণী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিভিল সোসাইটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, কনজুমার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ, ময়মনসিংহের সাধারণ সম্পাদক জি এম রহমান ফিলিপ, স্বাবলম্বী উন্নয়ন সংস্থার ব্যবস্থাপক মনোয়ারুল সেলিম, টিআইবি ময়মনসিংহের ব্যবস্থাপক হাবিবুর রহমান নোমান প্রমুখ।
এমএএফ ময়মনসিংহের এ্যাকশন প্ল্যানিং মিটিং ও ইফতার মাহফিলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ময়মনসিংহ -এর সিনিয়র জেনারেল ম্যানেজার নার্গিস আক্তার ও রিজিউনাল ম্যানেজার নিরুপমা ভৌমিক উপস্থিত ছিলেন।

মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম, এমএএফ ইয়ুথ এডভোকসি গ্রুপ,নারীর জয়ে সবার জয় নেটওয়ার্ক সহ সিভিল সোসাইটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে ইতিপূর্বে ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বরাবর পেশকৃত স্মারকলিপির আলোকে নাগরিক সমস্যাসমূুহ
ও সমস্যা সমাধানের পন্থা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ইকরামুল হক টিটু’র সন্মুখে উপস্থাপন করেন এমএএফ ময়মনসিংহের সভাপতি ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সুমন চন্দ্র ঘোষ।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ইকরামুল হক টিটু তার বক্তব্যে বলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ময়মনসিংহ রিজিউন এর কার্যক্রম শুরু থেকে অদ্যাবধি আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সংস্থাটির সাথে একযোগে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। মাল্টি পার্টি এডভোকেসি ফোরাম, ময়মনসিংহ ইতিপূর্বেও ময়মনসিংহ সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট নাগরিক সমস্যাগুলো আমাদের বরাবর উপস্থাপন করেছে এবং তার আলোকে যানজট, ড্রেনেজ ব্যবস্থাপনা, স্লান প্রতিস্থাপন, মশক নিধন,গণশশৌচাগার, সৌন্দর্যবর্ধন সহ নগরীর নিরপত্তায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি এবং আনুষ্ঠানিকভাবে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর এমএএফ এর সুপারিশের আলোকে আমরা নগরীর জয়নুল আবেদীন পার্কে বেপরোয়া গতিতে অবাধে মোটর বাইক চলাচল নিয়ন্ত্রণ, প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধকরণ, শিশুদের বিনোদনের জন্য স্থাপনকৃত সরঞ্জামাদির সংস্কার ও প্রতিস্থাপন, নারীদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নারও চেঞ্জ রুম স্থাপন সহ আগামীদিনে আমার নির্বাচনী ইশতেহারের আলোকে ময়মনসিংহ নগরীকে স্মার্ট-সমৃদ্ধ নগরী তথা নারী ও শিশুবান্ধব নগরীতে পরিণত করব ।