মধুপুরের আনারস চাষীদের মুখে হাসি

স্বচ্ছ চিসিম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ আনারসের জন্য মধুপুর সারাদেশে বিখ্যাত। দেশের সবচেয়ে বড় আনারসের বাজার বসে মধুপুরেই।দেশে উৎপাদিত আনারসের বড় একটি অংশ উৎপাদিত হয় মধুপুরে।

 
এবছর আনারসের ব্যাপক চাহিদা দেখা গেছে। চলমান করোনা পরিস্থিতি এবং ঠান্ডা -সর্দি এসব কারনে চাহিদা আগের বছরগুলোর তুলনায় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। চাহিদা বৃদ্ধির এই প্রভাব আনারসের দামেও দৃশ্যমান হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় যে আকারভেদে একেকটি আনারসের দাম ৩৫-৬৫ টাকা পর্যন্ত উঠেছে যা স্মরণকালের সর্বোচ্চ। কৃষকেরা এতে অনেক খুশি। মধুপুরে বেশ কয়েকটি আনারসের বাজার রয়েছে। এগুলোর মধ্যে মোটের বাজার, আস্রা বাজার, জলছত্র বাজার অন্যতম।

তবে এর মধ্যে জলছত্র বাজার সবথেকে বড়। এই বাজারে আউশনারা, অরণখোলা, শোলাকুরি ইউনিয়ন ছাড়াও পার্শবর্তী মুক্তাগাছা ও ফুলবাড়ি উপজেলার আনারস বিক্রি হয়ে থাকে।

ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বিপুল পরিমান আনারস এখান থেকে পাইকাররা নিয়ে যান। উপজেলা কৃষি কর্মকর্তার সাথে কথা বলপ জানা যায়, এবছর সারে ১৩০০ একর জমিতে আনারস উৎপাদিত হয়েছে।

গড়ে প্রতি একরে ১৩০০০ আনারস উৎপাদন হয়েছে। ভালো দাম পাওয়ায় কৃষকরাও খুবই খুশি হয়েছেন। করোনা আনারসের সুদিন ফিরিয়েছে বলা যেতে পারে।