ভয়াবহ বন্যা পরিস্থিতি, খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারাজের সব গেট

এই আমার দেশ ডেক্স : ভারী বর্ষণ আর উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের ঢল সামাল দিতে তিস্তা ব্যারাজের ৪৪টি স্লুইস গেটের (জলকপাট) সবগুলোই খুলে রাখা হয়েছে। এছাড়া তিস্তার পানি বিপদসীমার ওপরে চলে যাওয়ায় বিভিন্ন স্থানের বাঁধগুলো হুমকির মুখে পড়েছে।উজানের ঢলের পানিতে নীলফামারীর ডিমলা ও জলঢাকার প্রায় ১৫টি চর ও চরগ্রাম হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে গেছে। প্রায় ১৫ হাজার পরিবারের ৭৫ হাজার মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছেন।
স্থানীয়রা বলছেন, গত দুই দিনের বন্যার চেয়ে শুক্রবার উজানের ঢলে পানির গতিবেগ অনেক বেশি ছিল। ফলে এলাকার অনেক উঁচু স্থানেও নদীর পানি প্রবেশ করেছে। ইতিমধ্যে এলাকার এক হাজার ১৪০ পরিবারের বসত বাড়িতে বন্যার পানি প্রবেশ করেছে। হুমকির মুখে পড়েছে সেখানকার মাটির রাস্তাগুলো। রাস্তার ওপর দিয়ে নদীর পানি প্রবাহিত হওয়ায় এলাকাবাসী বালির বস্তা দিয়ে পানি ঠেকানোর চেষ্টা করছে।