বকশীগঞ্জে চক্ষু ও দন্ত রোগীদের জন্য ফ্রী চিকিৎসা ক্যাম্প

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন জামীরবাগ ব্যারিস্টার তাসনিম রকিব অদিতির সার্বিক সহযোগিতায় চক্ষু ও দন্ত রোগের রোগীদের চিকিৎসার জন্য বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প করা হয়েছে।

শুক্রবার (১৯ নভেম্বর) জামীরবাগে ঢাকার সুপ্রিম কোটের বিশিষ্ট আইনজীবি নোটারী ক্লাবের প্রোগ্রাম চেয়ারম্যান দন্ত বিশেষজ্ঞ ডাঃ রকিবুল হাসান এর সুযোগ্য কন্যা ব্যারিস্টার তাসনিম রকিব অদিতির আয়োজনে ঢাকা থেকে আগত চক্ষু ও ডেন্টাল বিভাগের অভিজ্ঞ ডাক্তার দ্বারা রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।

এসময় চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করতে আসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, ব্যারিস্টার সামীর সাত্তার, তওফিকুর রহমান খিজির, , মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি, ডাঃ প্রতাপ নন্দী, আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয় প্রমূখ।

চিকিৎসা ক্যাম্পে ডাঃ মোঃ রকিবুল হাসান এর সাথে চিকিৎসা বিষয়ে সার্বিক সহযোগীতা করেছেন সেকার মেহতা, জেলা গর্ভনর ব্যারিস্টার মোস্তাসিম বিল্লাহ ফারুকী, ঢাকা লোটারী ক্লাবের সভাপতি আসাদুজ্জামান, সেক্রেটারি তানময়ী মজুমদারসহ আরও অনেক চিকিৎসক।

চিকিৎসা ক্যাম্পে শত শত অসহায় গরীব রোগীরা বিনামূল্যে চিকিৎসা নিয়ে উপকৃত হয়। বিনামূল্যে ডাক্তার দেখাতে পেয়ে রোগীরা খুব উপকৃত ও খুশি হয়েছে।