প্রায় দুই যুগ পরে বিসিআইসিতে পুনরায় বঙ্গবন্ধু পরিষদ গঠন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-তে দীর্ঘ ২৫-২৬ বছর পরে পুনরায় বঙ্গবন্ধু পরিষদের যাত্রা শুরু হয়েছে। অসাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধ ও প্রগতিশীলতায় বিশ্বাসী বিসিআইসির প্রধান কার্যালয়, প্রকল্প সমূহ, কারখানা, আঞ্চলিক কার্যালয় ও বাফার গুদামে কর্মরত কর্মকর্তাদের সমন্বয়ে বঙ্গবন্ধু পরিষদ, বিসিআইসি শাখার ৪৩ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি ডাঃ এস.এ. মালেক এর নেতৃত্বাধীন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কর্তৃক অনুমোদিত হয়েছে।

প্রকৌশলী মোঃ আবুল কাশেমকে আহ্বায়ক করে এবং নজরুল ইসলাম, শেখ আব্দুল্লাহ আল মাসুদসহ ০৫ (পাঁচ) জনকে যুগ্ম আহবায়ক এবং ওমর ফারুক, সমীর বিশ্বাস, প্রকৌশলী আক্তারুজ্জামান, সাইফুল ইসলাম জয়সহ অন্যান্য কর্মকর্তাকে সদস্য হিসেবে মনোনীত করে সর্বমোট ৪৩ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

উল্লেখ্য যে, গত বুধবার (০৩ ফেব্রুয়ারি) ৮৭, বশীরউদ্দিন রোড বঙ্গবন্ধু পরিষদের প্রধান কার্যালয়ে উক্ত কমিটিটি অনুমোদিত হয়েছে।