পাকুন্দিয়ায় দ্বিতীয়বারের মতো নৌকার প্রতীকে চেয়ারম্যান হলেন টিটু

সৈয়দুর রহমান সৈয়দ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় (ইভিএম) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে পাকুন্দিয়া উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন।

উক্ত নির্বাচনে আওয়ামী লীগের একজন প্রার্থী টানা দ্বিতীয়বারের মতো নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন। তিনি হলেন উপজেলা সুখিয়া ইউনিয়ন পরিষদের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু। সোমবার (৩১জানুয়ারি) রাত ৮ টায় পাকুন্দিয়া উপজেলা পরিষদ কার্যালয়ে বেসরকারি প্রাথমিক ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. সাখাওয়াত হোসেন।

এতে আব্দুল হামিদ টিটু নৌকা প্রতীক নিয়ে ৬৫৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আজিজুল হক তোতা আনারস প্রতীক নিয়ে ৪২৭৬ ভোট পেয়ে পরাজয় বরণ করেন। আব্দুল হামিদ টিটু ২২৮৯ ভোট বেশি পেয়ে বিজয় পেয়েছেন।

উল্লেখ্য এর আগে ২০১৬ সালে ৫ম ধাপে ব্যালটে অনুষ্ঠিত নির্বাচনী আওয়ামী লীগের নৌকা প্রতীকে সাবেক চেয়ারম্যান আজিজুল হক তোতা কে পরাজিত করেন।
আব্দুল হামিদ টিটু দল মত নির্বিষ একটি কথা সর্ব জায়গায় বলে, দল যার যার চেয়ারম্যান সবার, আমি সুখিয়ার চেয়ারম্যান আমাকে সকলেই ভাল বলে আমি সকলের সাথে থেকে কাজ করতে চাই, আমাকে সবাই সকল কাজে সহযোগীতা করবেন, আমি সকলের পাসে থেকে কাজ করতে চাই।