নোয়াখালী বেগমগঞ্জে সাড়ে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আদম ব্যবসায়ী সহ দু’জনের বিরুদ্ধে আদালতে মামলা

ক্রাইম রিপোর্টার নোয়াখালী থেকে ঃ নোয়াখালী বেগমগঞ্জে সাড়ে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আদম ব্যবসায়ী সহ দু’জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে, বেগমগঞ্জ উপজেলাতে। জানা যায়, বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের আবু সুফিয়ান প্রতারক আদম ব্যাপারী কাতার প্রবাসী তার সহযোগী আরেক প্রতারক মক্ষীরাণী খুকি বেগম দু’জনই পেশাগত প্রতারক। বেগমগঞ্জের এক সহজ সরল প্রকৃতির লোক আবদুল কুদ্দুছ (৪২) সাং- হোসেনপুর, খুন্না বাড়ী। দু’প্রতারক ধাপে ধাপে আবদুল কুদ্দুছ’র কাছ থেকে কাতার নেওয়ার কথা বলে সাড়ে দশ লাখ টাকা হাতিয়ে নেয়। মামলারবাদী জানায়, আদম ব্যবসায়ী প্রতারকদ্বয়ের কাছে টাকা চাইলে দু’প্রতারকই টাকা নেওয়ার কথা অস্বীকার করে। এ ব্যাপারে ভিকটিম আবদুল কুদ্দুছ দন্ড বিধি ৪০৬/৪২০ তৎসহ বৈদেশিক কর্মসংস্থান ও অভিভাসন আইনের ৩১/৩৩ ধারা নোয়াখালী বিজ্ঞ বিচারিক ম্যাজিষ্ট্রেট ৩নং আমলী আদালতে মামলা করে। উক্ত প্রতারক নোয়াখালী পৌরসভা গেটের বিশিষ্ট ব্যবসায়ী বিএসআরএম এর ডিলার শীপ। তিতাস নামে ১ ব্যবসায়ীর কাছে জমি বিক্রি করিবে বলিয়া ওই ব্যবসায়ী থেকে বায়না বাবদ ৫০,০০০/- পঞ্চাশ হাজার টাকা নেয়। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ব্যক্তিদেরকে দেহ ব্যবসার মাধ্যমে মিথ্যা মামলা ফাঁসিয়ে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। মক্ষীরাণী খুকি বেগমের সাথে প্রভাবশালীদের হাত রহিয়াছে। তার ২ জন জজকোর্টের পেসকার। তার মাধ্যমে মামলাগুলো কন্ট্রাক করানো হয়। খুকি বেগমের ভাই লিটন বেগমগঞ্জ কোর্টের পেসকার। আরেক ভাই জেলা জর্জের পেসকার। তাদের দাপটে ও আশ্রয় প্রশ্রয়ে মক্ষীরাণী খুকি বেগম সহজ সরল লোকদেরকে পিবিআইতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ ও উঠেছে। সম্মানীব্যক্তিদেরকে ইভটিজিং, নারী নির্যাতন মামলা হামলার ভয় দেখিয়ে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।