নাইক্ষ্যংছড়িতে নগদ টাকা ও ২৪৫ পিচ ইয়াবাসহ আটক ২

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি’র) ধারাবাহিক অভিযানে সোমবার (২২ মার্চ) বিকাল ৪ টায় নিজস্ব সোর্সের গোপন তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি বিজিবি’র অধিনস্থ ফুলতলী বিওপি’র একটি বিশেষ টহল দল বিওপি হতে আনুমানিক ৭ কিঃমিঃ দক্ষিণ-পশ্চিম দিকে এবং সীমান্ত পিলার-৪৫ হতে ২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে সদর ইউনিয়নের জামছড়ি নামক স্থান থেকে ঐ এলাকার আমিরুজ্জামান (৪০), পিতা-ইয়াসিন, আব্দুর রহিম (৩০), পিতা- মৃত্যু- রফিক উদ্দিনকে ইয়াবা ট্যাবলেট বিক্রয় কালে হাতেনাতে ধৃত করে।

পরবর্তীতে তাদের নিকট হতে ২৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, যার মূল্য ৭৩,৫০০ টাকা এবং নগদ ৪,৮৬৫ টাকা উদ্ধার করা হয়।
১১ বিজিবি অধিনায়ক লেঃ শাহ আব্দুল আজিজ আহমেদ বলেন, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র, কাঠ পাচার ও পরিবহন, মাদকদ্রব্য পাচার, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং এই এলাকায় যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।