দিনাজপুর ঘোড়াঘাট করোতোয়া ব্রীজে পুলিশের কড়া নজরদারী

মনোয়ার হোসেন বাবুঃ ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ গত তাং ১০/০৪/২০২০ইং গাইবান্ধা জেলা লকডাউন ঘোষণা করা হয়।গাইবান্ধা জেলার পলাশ বাড়ী থানা দিনাজপুর ঘোড়াঘাট থানার পার্শ্ববর্তী  হওয়ায় আজ তাং ১১/০৪/২০২০ইং ঘোড়াঘাট থানা পুলিশ কর্তৃক করোতোয়া ব্রীজ এর উপর কড়া নজরদারী শুরু করেন যাতে করে গাইবান্ধা জেলার কেউ ঘোড়াঘাট থানায় অযাচিত ভাবে প্রবেশ করতে না পারে।সরজমিনে গিয়ে দেখা যায় ঘোড়াঘাট থানা পুলিশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনগণকে বুঝানোর চেষ্টা করছেন এবং ঘর থেকে না বের হওয়ার জন্য পরামর্শ দেন।জরুরী সেবাদান কারী যানবাহন ছাড়া সকল কে ঘোড়াঘাট থানায় প্রবেশ করার জন্য নিষেধ করা হয়।ঘোড়াঘাট থানা সেকেন্ড অফিসার জনাব রাশেদুজ্জামান সে সময় উপস্থিত ছিলেন এবং তিনি জানান যে,পলাশবাড়ী থানার উপর দিয়ে যেহেতু গুরুত্বপূর্ণ মহাসড়ক চলে গেছে আর এই মহাসড়ক দিয়ে ঢাকা,রংপুর, গাইবান্ধা, বগুড়া সহ বাংলাদেশ সব জায়গায় যাওয়াআসা করা যায় এবং পলাশবাড়ী মহাসড়ক থেকে ঘোড়াঘাট মাত্র ৯ কি: মি: তাই আমরা অত্যান্ত সর্তক অবস্থায় আছি যাতে করে কেউ সংশ্লিষ্ট জেলা থেকে ভিতরে প্রবেশ করতে না পারে এবং এখান থেকে গাইবান্ধা জেলায় প্রবেশ করতে না পারে।যতক্ষণ পর্যন্ত পরিবেশ অনুকূলে না আসবে এ সচেতনতা অব্যাহত থাকবে বলে তিনি আমাদের জানান।