দরিরামপুরে এল.জি.ই.ডির চারটি গাছ প্রকাশ্য দিবালোকে কেটে ফেলেছে ধোর্বিদ্ধরা

নিজস্ব প্রতিনিধি ত্রিশাল, ময়মনসিংহঃ ময়মনসিংহ জেলা ত্রিশাল উপজেলার ৭নং দরিরামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে চৌরাস্তা সংলগ্ন চারটি পুরনো গাছ প্রকাশ্য দিবালোকে কে বা কারা কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু স্থানীয় ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যানের ছেলে জনাব মোঃ আরিফ বিষয়টি টের পেয়ে ফরেষ্ট অফিসারকে ফোনে অবহিত করেন।এবং গাছ গুলো আটক করে ত্রিশাল ফরেষ্ট ডিপোতে নিয়ে জান। অভিযোগ উঠেছে গাছ গুলো ২নং ওয়ার্ডের মেম্বারে ইসারাই কাটা হয়েছে। কিন্তু মেম্বারের সাথে এই বিষয়ে কথা বলে জানা যায় তিনি এই বিষয়ে  অবগত ছিলেন না। পরে লোক মুখে ঘটনা বিস্তারীত শুনতে পান ! এই বিষয়ে ফরেষ্ট অফিসারের সাথে কথা বলে জানা যায় আসল অপরাধি কে এখনো শনাক্ত করা যায়নি, তবে অপরাধিকে ধরার চেষ্টা চলেছে। অপরাধিকে ধরতে পারলেই অপরাধির বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্ধ করবো। তবে সুধি মহলে গুনিজনের একাংশের সন্দেহের তীর ২নং ওয়ার্ডের এই তরুণ মেম্বারের দিকেই। যদি ও মেম্বার বিষয়টি পুরোপুরি অশ্বিকার করছেন। তবে আসল অপরাধি চিহ্নিত হলেই থলের বিড়াল বেড়িয়ে আসবে। সুধি মহলে আরো গুনজন রয়েছে এত অল্প সমেয় উল্লেখ যোগ্য বিশেষ কোন ব্যবসা ছাড়া কিভাবে রাতারাতি এত অর্থ সম্পদের মালিক হয়ে গেলেন। বিষয়টি মিডিয়ার সাংবাদিক সহ দুর্নিতি দমন কমিশনের সহযোগীতা ও সদয় দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী একাংশ। যাতে করে কোন অবৈধ  অর্থের দাপট কেউ দেখাতে না পারে বা সাধারণ মানুষের হক তাদের দ্বারা আতœসাত হলে তা মিডিয়ার মাধ্যমে প্রকাশ পায় এবং তা সরকারের কোষাগাড়ে জমা হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত অপরাধী ধরা ছোঁয়ার বাহিরেই রয়েগেছে। অতএব কোন মামলা হয়নি।