ত্রিশালে সড়ক দূর্ঘনায় নিহত ৫

 

আরোয়ার জাহান পারভেজ, ত্রিশাল প্রতিনিধিঃ

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজনসহ মোট ৫ জন নিহত হয়েছেন। জানা গেছে, গুরুতর আহত ৪ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে একে একে আরও ৩ জন মারা যান।

 

 

বুধবার (১০ নভেম্বর) সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে। ত্রিশাল-বালিপাড়া সড়কের রামপুর নামকস্থানে বালুভর্তি ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ড্রাইভারসহ প্রথমে দুজন, পরে  আরও ৩ জনসহ মোট ৫ জন নিহত হন।

 

 

নিহতরা হলেন, ত্রিশাল উপজেলার বাবুপুরের বাসিন্দা মৃত হাফিজ উদ্দিনের ছেলে হাজী মো. কলিমুদ্দিন (৮৫) ও একই উপজেলার বীর রামপুর ভাটিপাড়ার বাসিন্দা আ. হেকিমের ছেলে আ. সাত্তার ড্রাইভার (৪০)।

 

 

পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একই উপজেলার চকরামপুরের বাসিন্দা আব্দুর রহমান এর ছেলে সোহরাব উদ্দিন (৫০), বাঘাদারিয়া গ্রামের আজহারুল ইসলামের স্ত্রী মিনা (৪৫) ও  বাগান গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে ছালাম নবী (৩২)।

 

 

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন জানান, ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জন মারা যায়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Attachments area