টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে আবার বাড়তে শুরু করেছে যমুনা নদীর পানি। টানা দুইদিন যমুনার পানি কমলেও গত ২৪ ঘন্টায় নতুন করে আবার ৪ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও জেলার ঝিনাই ৪৯ আর ধলেশ্বরী ৮৮ সেন্টিমিটার বিপৎসীমার উপরে রয়েছে। এর ফলে নদী তীর উপচে লোকালয়ে পানি প্রবেশ অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। একই সাথে বেড়েছে ধলেশ্বরীসহ অভ্যন্তরীণ নদ নদীর পানি। এতে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা।

জানা গেছে, টাঙ্গাইল সদর, নাগরপুর, দেলদুয়ার, ভূঞাপুর, কালিহাতী আর গোপালপুর উপজেলার ২১ টি ইউনিয়নের ৯৩ টি গ্রামের ১ লাখ ২৪ হাজার ৫৭১ জন মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। দূর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারসহ গো খাদ্যের সংকট দেখা দিয়েছে। ইতোমধ্যে বন্যায় তলিয়ে গেছে প্রায় ৫ হাজার হেক্টর ফসলী জমি। এছাড়া ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে ১ হাজার ১৮৯টি ঘরবাড়ি। পানি বৃদ্ধির ফলে যমুনা নদী রক্ষা বাঁধের পূর্বতীরের ভূঞাপুরের গারাবাড়ি এলাকায় লিকেজ দেখা দেওয়ায় ঝুঁকির মুখে পড়েছে বাঁধটি। অপরদিকে বন্যা কবলিত এলাকাগুলোতে ১৬৩ মেট্রিকটন জিআর চাল বরাদ্দ দেয়া হলেও এখন পর্যন্ত তা বিতরণ শুরু করেনি কর্তৃপক্ষ।

বন্যা কবলিতদের অভিযোগ, সপ্তাহখানেক যাবৎ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করলেও এখন পর্যন্ত কোন ধরণের সাহায্য সহযোগিতা পাননি তারা। বন্যায় রাস্তা ঘাট তলিয়ে যাওয়ায় যাতায়াত ব্যবস্থাও নাজুক হয়ে পড়েছে। এতে বেড়েছে আরো দূর্ভোগ। বন্যায় টিউবওয়েল ডুবে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, এখন পর্যন্ত বন্যায় আক্রান্তদের জন্য কোন ধরণের ত্রাণ সহায়তা আসেনি। তবে ত্রান বরাদ্দ হয়েছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মনির বলেন, বন্যাদূর্গত এলাকার মানুষের জন্য দ্রæত সাহায্য প্রয়োজন। কারণ এখন চরম মানবেতর জীবন যাপন করছে মানুষ।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম বলেন, গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি ৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৪৫ সেন্টিমিটার, ঝিনাই ৪৯ সেন্টিমিটার. আর ধলেশ্বরী ৮৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়াও জেলার এই তিন নদীসহ সব নদীর পানি বাড়ছে। যমুনার পানি গতকাল কমলেও গতরাত থেকে আবারও বাড়ছে। এতে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।