ঝিকরগাছায় শব্দদূষণ বন্ধে অবস্থান কর্মসূচি ও ইউএনও’র নিকট স্মারকলিপি প্রদান

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : শব্দদূষণ বন্ধে যশোরের ঝিকরগাছার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র অবস্থান কর্মসূচি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। অসহনীয় মাইকিং, গাড়ির হাইড্রোলিক হর্ণ’র কুফল সম্পর্কে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। অপ্রয়োজনীয় মাইকিং বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তরা।

বুধবার (১৭ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা পরিষদের সামনের এই কর্মসূচিতে সেবা সংগঠন’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আনিসুর রহমান, গদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিন্স আহম্মেদ, ঝিকরগাছা মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন, সেবা সংগঠন এর উপদেষ্টা তফিকুল ইসলাম স্বপন, অর্থ বিষয়ক সম্পাদক আফজাল হোসেন চাঁদ, কার্যকারী সদস্য আশিকুল ইসলাম, শাহাবুদ্দিন মোড়ল, হাসান খান, সুজন মাহমুদ, মিজানুর রহমান, আলমগীর হোসেন, আবুল কালাম আজাদ, মাসুদ হোসেন, রায়হান সরদার, নাজমুল হোসেন, নাসরিন খান বিথি, জাকিয়া সুলতানা, শেখ মিলন হোসেন পরশ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
অবস্থান কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল’র বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি গ্রহণ কালে তিনি (ইউএনও) জনগুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কাজ করায় সেবা সংগঠনের সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে আগামী আইনশৃঙ্খলা মিটিংয়ে আলাপ-আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন।