জয়পুরহাটে বিড়াল মেরে পৌর মেয়রের লবণ দান

এস কে মুকুল, জেলা প্রতিনিধি

সড়কে গাড়ি চাপায় বিড়াল মেরে ফেলায় নিজেকে অভিশাপ মুক্ত করতে গরিবদের মাঝে লবণ বিতরণ করেছেন জয়পুরহাটের আক্কেলপুর পৌর মেয়র শহিদুল আলম চৌধুরী।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভা কার্যালয়ে এই লবণ দান করেন পৌর মেয়র।

শহিদুল আলম চৌধুরী বলেন, দু’দিন আগে গাড়ি চালিয়ে আক্কেলপুর থেকে নওগাঁর বদলগাছী যাওয়ার পথে ভান্ডারপুর নামক স্থানে গাড়ির নীচে চাপা পড়ে একটি বিড়াল মারা যায়। নিজের দ্বারা বিড়াল মারা গেলে লবণ দিয়ে বিড়ালকে পুতে রাখতে হয়। যা আমি করতে পারিনি। তাই নিজ কার্যালয়ে গরিবদের মাঝে লবণ বিতরণ করেছেন বলে জানান তিনি।

পৌর মেয়র জানান, তার পিতা মৃত সাত্তার চৌধুরীও বেঁচে থাকাকালীন একটি বিড়াল মেরে ফেলেছিলেন। সে সময় তার বাবা বলেছিল কেউ বিড়াল মেরে ফেললে বিড়ালের সম পরিমাণ ওজনের লবণ বিতরণ করতে হয়। লবণ না দিতে পারলে শরীরে জ্বরসহ নানা সমস্যায় পড়তে হয়। তাই তিনি নিজেকে অভিশাপ মুক্ত করতে দশ জন গরিবদের মাঝে লবণ বিতরণ করেছেন।