ঘাটাইলে অবাধে কাটা হচ্ছে ফসলি জমির মাটি ; নষ্ট হচ্ছে রাস্তা

সৈয়দ মিঠুন, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে বিভিন্ন এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে কাটা হচ্ছে মাটি। আর এ মাটি যাচ্ছে বিভিন্ন ইটভাটায়। মাটি পরিবহনে অতিরিক্ত হাইড্রোলিক গাড়ি  চলাচলের ফলে নষ্ট হচ্ছে রাস্তা। গ্রামের সড়কগুলো দিয়ে চলছে মাটিভর্তি হাইড্রোলিক। ফসলি জমি থেকে ভেকুর মাধ্যমে কাটা মাটি নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন ইটভাটায়। হাইড্রোলিকগুলো চলার কারণে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। রাস্তার পাশে ফসলি জমিগুলোর ওপর পড়ে আছে ধুলাবালুর আস্তরণ। ঘাটাইলে বগা গ্রামের চেরাভাংগা   এলাকায় ফসলি জমিতে দেখা যায় ভেকু দিয়ে কাটা হচ্ছে মাটি। এই বিষয়ে মাটিকার এক ব্যবসায়ী বলেন মাটি ঠিক ঠাক কাটতেছি আর কাগজ পত্র সব ঠিক ঠাক আছে আর আপনারা যা পারেন করেন 
ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার বলেন,  ফসলি জমিতে ভেকু দিয়ে মাটি কাটার বিরুদ্ধে বেশ কয়েকবার মোবাইলকোর্ট পরিচালিত হয়েছে। আবারও অভিযান চালানো হবে।