আনোয়ারায় জুঁইদন্ডীতে বিপুল ভোট বিজয় হলেন নৌকার মাঝি মোহাম্মদ ইদ্রিচ

মোঃ জাবেদুল ইসলাম, আনোয়ারা

ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের চট্টগ্রাম আনোয়ারা উপজেলা জুঁইদন্ডী ইউনিয়নের বিপুল ভোটে বিজয়ী হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকার মাঝি মাস্টার মোহাম্মদ ইদ্রীস।

সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে নারী ও পুরুষ ভোটারের লাইন দীর্ঘ হতে থাকে। প্রথম বারের মতো ইভিএমএ পদ্ধতিতে এই ভোগ গ্রহণ করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে উৎসাহ্ উদ্দীপনার পাশাপাশি ইভিএমএ ব্যবহারে নতুন অভিজ্ঞতার মুখোমুখি হওয়াতে উদ্বিগ্ন ছিলো অনেক ভোটাররাও।

সকাল ৮ টা থেকে বিকেল চারটা পর্যন্ত ৯টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সোমবার সন্ধ্যা ৬ টায় আনোয়ারা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা আবদুল শুক্কুর এ ফলাফল ঘোষণা করেন। জুঁইদন্ডীতে ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪৫ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাস্টার মোহাম্মদ ইদ্রিচ (নৌকা প্রতীকে) ৮৩৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটকম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী রাশেদুল ইসলাম চৌধুরী(সিএনজি প্রতীক) ১৬৬ ভোট পেয়েছেন। অপর চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন (আনারস) ৫২ ও রেহেনা আকতার (ঘোড়া) ৭০ ভোট পেয়েছেন। তবে ভোট শুরুর ঘন্টা খানেক পরে নানা অনিয়মের অভিযোগ এনে রাশেদুল ইসলাম চৌধুরী ভোট বর্জনের ঘোষনা দেন।

রিটার্নিং কর্মকর্তা আবদুল শুক্কুর জানান, প্রথমবারের মতো উপজেলায় ইভিএম’এ উৎসব মূখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে । ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছে। জুঁইদন্ডী ইউনিয়নে ১২ হাজার ৮৬২ জন ভোটার রয়েছেন। ৯টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৮৬১৮। গড় ভোট পড়ছে ৮৬ দশমিক ১৮ শতাংশ। জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে মাস্টার মোহাম্মদ ইদ্রিচ বেসরকারী ভাবে জয় লাভ করেছেন। নির্বাচনে সহিংসতা এড়াতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত ছিলেন।