অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে এমএসএসকে ফাউন্ডেশনের উদ্যোগে লেটার ক্যাম্পেইন

সাইফুল ইসলাম : টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় পরিবেশ ও জনসাস্থ্য নেটওয়ার্কের সহযোগিতায় অসংক্রামক রোগ প্রতিরোধকল্পে মধুপুর পৌরসভার মেয়র, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, টাঙ্গাইলের ক্রীড়া অফিসারকে চিঠি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে এ চিঠি হস্তান্তর করেছেন এমএসএসকে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. মো. আবু সালেহ।

তিনি বলেন, প্রতিবছর ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, শ্বাসতন্ত্র ও ক্যান্সারসহ নানা ধরনের অসংক্রামক রোগে আক্রান্ত হয়ে বহু মানুষ মৃত্যুবরণ করছে। এসব রোগে আক্রান্তদের অবর্ণনীয় কষ্ট ভোগ করা ছাড়াও চিকিৎসায় ব্যয় করতে হচ্ছে প্রচুর অর্থ ও সময়।

তিনি আরও বলেন, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বর্তমানে কার্যকরি পদক্ষেপ গ্রহন না করলে ভবিষ্যতে ডায়াবেটিস COPD,Heart Attack,Strock,cencer,liver disease এর মতো রোগ বেড়েই যাবে।তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করে জীবনাচার ও খাদ্যভাস পরিবর্তন করতে হবে।