বদলগাছীর মিঠাপুর ইউনিয়নে  টিসিবির পণ্য  বিতরণ 

বুলবুল আহম্মেদ বুলু
বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে সরকার ঘোষিত সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় আজ  বুধবার বদল গাছি উপজেলার ৪, নং মিঠাপুর ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিক্রয় করা হয়।২৩/৩/ ২০২২ ইং বুধবার সকালে ৪নং  মিঠাপুর   ইউনিয়ন পরিষদে এই টিসিবির  বিতরণ করা হয় বদলগাছী  উপজেলায় মোট ১১৭৮৮ জনকেফ্যামিলি কার্ডের মাধ্যমে ,  উপজেলা চত্বর হলরুমে, গত শনিবার   সংবাদ সম্মেলনের মাধ্যমে  উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা   আলপনা ইয়াসমিন গত সমবার পূন্য বিতরনের সময় উপস্থিত ছিলেন  ৪ নং মিঠাপুর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফিরোজ হোসেন সহ ইউনিয়ন পরিষদের সকল  সদস্যরা। এবং সংশ্লিষ্ট কার্যক্রম ব্যক্তিরা। টিসিবির পণ্য
প্রতি প্যাকেজে রয়েছে ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল। যার মূল্যে নির্ধারণ করা হয়েছে ৪৬০ টাকা। এসময় ১৪৪৮ জনকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিতরণ করা হয়।
পণ্য নিতে আসা এক সুবিধাভোগী জানান, আমাদের রোজগারের সঙ্গে দ্রব্যমূল্যর সামঞ্জস্য নেই। যার কারণে খুবই সমস্যার মধ্যে দিন যাপন করতে হচ্ছে। প্রধানমন্ত্রীর এমন উদ্যোগকে স্বাগত জানাই তিনি।
৪ নং  মিঠাপুর  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফিরোজ হোসেন আলহাজ্ব ফিরোজ হোসেন সঙ্গে কথা বললে তিনি জানান, টিসিবির পণ্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুষ্ঠু  সুন্দর ভাবেবিতরণ করা হয়েছে। আশা করছি সরকার যে পরিকল্পনা গ্রহণ করেছেন সুন্দরভাবেই এই পরিকল্পনা বাস্তবায়ন হবে