আনোয়ারায় জমি অধিগ্রহণের ন্যায্য মূল্যের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন 

মোঃ জাবেদুল ইসলাম,আনোয়ারাঃঃ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বারশত ইউনিয়নে গ্যাস পাইপ লাইনের জন্য অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য পাবার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করছে ভূমি মালিক ও এলাকাবাসী।
মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় চলমান গ্যাস পাইপ লাইনের প্রকল্পের উপর এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসসময় ক্ষতিগ্রস্ত ভূমি মালিক ও স্থানীয়রা ভূমি দস্যু ও সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদমূলক বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন।
এসময় সমাবেশে বক্তারা বলেন, এলাকার কালো সিন্ডিকেট নামে পরিচিত আলোচিত ইয়াবা কারবারি, একাধিক মামলার আসামি এবং ভূমিদস্যুরা পাওয়া বুঝিয়ে না দিয়ে এলাকার সহজ-সরল মানুষদের জায়গা হাতিয়ে নিচ্ছে। আমরা এলাকাবাসী যাতে সিন্ডিকেটের কাছে জিম্মি না হয় সেই বিষয়ে মাননীয় ভূমিমন্ত্রীসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।
সমাবেশে সাবেক ছাত্র নেতা আমিনুল হক চৌধুরী, হাজী মোহাম্মদ ইউনুছ, মুক্তিযুদ্ধ সংসদের যুগ্ম আহ্বায়ক মুকতার আহমদ চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।