সিদ্দাতুল আরেফিন সিজান এর কবিতা বির্পযস্ত

বির্পযস্ত
সিদ্দাতুল আরেফিন সিজান

আঙুলের ভাজে বিষফোড়ার মতো জ্বলো
পরানের সুতা বাতাসের টানে কেন ছিড়ে না বলো?
ঘুম?কেবল জলে ডুবিলেই চোখের পাতা যায় অস্ত
প্রণয়ের তরে কত স্পন্দন আজও বির্পযস্ত।

 

কীভাবে চোখের খিদে মিটাবে এই স্বল্প সময়?
সাত যুগ ধরিয়া এক পলকে দেখিবার মনে চায়।
পরের নিবাসে করিতেছো বাস বছর গেল পড়ে,
প্রাচীন চেহারা মনে ধরিলেই দু-চক্ষু জলে ভরে।

 

তাড়াহুড়ার বদ অভ্যাস কি আগেরই মতো আছে?
সমস্তই বেশ,ছোট্ট টিপ পড়তেই মনে থাকে না শেষে।
স্রতের সহিত কত ইচ্ছের বেড়েছে বয়স,
পুরাতনের টানে নতুন স্রোতকে করিনি আমি বশ।