‘ভারতীয় ষড়যন্ত্রকারীরা পাকিস্তানের সুখ দেখতে পারে না’

এই আমার দেশঃ

কড়া নিরাপত্তার মধ্যে ২৪ বছর পর পাকিস্তানে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ইসলামাবাদ,

২৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। পাকিস্তানে গিয়ে রীতিমতো রাষ্ট্রপ্রধানদের মতোই নিরাপত্তা পাচ্ছেন কামিন্স-স্মিথরা। অস্ট্রেলিয়ার নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাকিস্তানের এই পদক্ষেপ মুগ্ধ করেছে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

তবে এত কিছুর মধ্যেও নিরাপত্তা নিয়ে একটু সংশয়, একটু দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। আর সেই সংশয় আর দুশ্চিন্তার পালে বাতাস লেগেছে অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাশটন আগারের ‘মৃত্যুহুমকি’ পাওয়া নিয়ে। অ্যাগারের জীবনসঙ্গী ম্যাডেলাইনকে পাঠানো হয়েছে এই বার্তা, যা ভারতের গুজরাট থেকে পাঠানো হয়েছে বলে আপাতত অনুমান করা হচ্ছে। আর এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ভারতকে দুকথা শুনিয়ে দিয়েছেন পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তানীতিবিষয়ক মন্ত্রী শেখ রশিদ আহমেদ।

রশিদের মতে, অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর বানচাল করার জন্য সম্ভাব্য সব ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে ভারত। রাওয়ালপিন্ডি স্টেডিয়াম পরিদর্শনকালে এই মন্ত্রী বলেছেন, ‘এই ঘটনার পেছনে ভারতীয় ষড়যন্ত্রকারীদের হাত রয়েছে। তাই অস্ট্রেলিয়া দলকে পূর্ণ নিরাপত্তা, সম্মান ও মর্যাদা দেওয়া এখন আমাদের জাতীয় দায়িত্ব।’

ভারত পাকিস্তানের সুখ দেখতে পারে না বলেও দাবি করেছেন তিনি, ‘ভারত কখনোই পাকিস্তানের সুসময় সহ্য করতে পারে না। গতকালের ঘটনা আবারও সেদিকেই ইঙ্গিত করল।’

সিরিজের পরও অস্ট্রেলিয়া যদি পাকিস্তানে থাকতে চায়, সে নেমন্তন্নটাও কামিন্সদের দিয়ে রেখেছেন শেখ রশিদ আহমেদ, ‘পুরো পাকিস্তান অস্ট্রেলিয়াকে স্বাগত জানাবে। কারণ, আমরা ক্রিকেটপ্রেমী। তারা আমাদের অতিথি। এপ্রিলের ছয় তারিখ পর্যন্ত আমাদের অতিথি হয়েই থাকবেন। কিন্তু তাঁরা যদি আরও বেশি দিন থাকতে চান, অবশ্যই থাকতে পারবেন।’

বলা হচ্ছে, ভারত থেকে একটি ভুয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে অ্যাগারের সঙ্গিনীকে এমন বার্তা পাঠানো হয়েছে। ৪ মার্চ রাওয়ালপিন্ডিতে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। এরপর করাচি ও লাহোরে হবে আরও দুটি টেস্ট ম্যাচ। এ সফরে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টিও হবে।