মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সফল চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক

আব্দুল্লাহ আল মারুফ, চট্টগ্রাম ব্যুরো
অমর একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতকানিয়া 6 নং এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম মানিক, সকল দেশ বাসিকে জানিয়েছেন অগ্রিম আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছেন।সকল জাতির প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, বাঙ্গালিই একমাত্র জাতি যাঁরা মাতৃভাষার অধিকার আদায়ে জীবন দিয়েছেন।তিনি বাংলা ভাষার প্রতি গর্ববোধ করে জানান এই ভেবে যে, অমর একুশের চেতনা আজ দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অনুপ্রেরণা যোগাচ্ছে।
তাই একুশে ফেব্রুয়ারী এখন আর এককভাবে আমাদের সম্পদ নয়, এটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বের সকল ভাষাভাষীর প্রেরণার উৎসও। আমার ইউনিয়ন সহ সকল দেশবাসির প্রতি মঙ্গল কামনা করে বাংলা ভাষার প্রচার ও প্রসার ঘটানোর জন্য অনুরোধ করেছেন। সেই সাথে সাতকানিয়া উপজেলার সকল সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে অগ্রণী ভূমিকা পালন করার আহবান করেন৷