সিদ্দাতুল আরেফিন সিজান এর কবিতা – অবতার

সিদ্দাতুল আরেফিন সিজান এর কবিতা – অবতার

অবতার
সিদ্দাতুল আরেফিন সিজান

তারপরে তোমার আবির্ভাব হলো নতুন রুপে
কপালটা যে সেজেছে এখন রঙিন টিপে।
কালো কাপড়ের কাফন দেখবো,কত আবদার,
পুষ্পে সজ্জিত আলয় তাহার,তুমিই অবতার।

আজ এই রজনীতে বাতাসের হাসি হেসে
নব্য মানুষকে প্রিয় করো কেশের সুবাসে।
কৃষ্ণকালো কাজল পড়া আঁখি দেখে কে বোঝে?
সামান্য স্বাচ্ছন্দ্যের জন্য এনারাও নতুন খোঁজে।
এ যে আমার ইন্দ্রিয়জাত উপলদ্ধির অতীত
বিশ্বাস পোড়া গল্পে তুমি আজও সতীত্ব।
কল্য দরজার খিল খুলে,ভূলে যেয়ো সমস্ত
অভিযোগ শেষ আমার,তাহার কাছেই থেকো ন্যস্ত।