গৌরীপুরের ডৌহাখলা ইউপি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী জয়নাল

মিলন খান, গৌরীপুর(ময়মনসিংহ) প্রতিনিধি :

স্থানীয় সরকার নির্বাচনের ৪র্থ ধাপে ঘোষিত তফসিল মতে আগামী ২৬ ডিসেম্ব ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদেও নির্বাচন হবে।

বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীক চেয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আবেদন করেছিলেন ৮নং ইউনিয়ন ডৌহাখলা হতে কয়েকজন। তবে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান মোঃ শহীদুল হক সরকার।

১৮ ডিসেম্বর শনিবার শনিবার সন্ধায় ডৌহাখলা বাজারে গৌরীপুর রিপোর্টার্স ক্লাব কর্তৃক ইউপি নির্বাচন জরিপ কার্যক্রমের এম-ফিফটিন মিডিয়া গ্রুপকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৮নং ডৌহাখলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন (জনাব আলী ) জানান নৌকা প্রতীকের প্রার্থী মোঃ শহীদুল হক সরকারের পক্ষে কাজ করছেন। স

মর্থকদের মাঝে নির্বাচনী ভাবনা অবগত করতে গিয়ে তিনি আরো বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেও নিজ দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি আনুগত্য দেখিয়ে শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৮নং ডৌহাখলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন (জনাব আলী )।তিনি আরও বলেন, ওই ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হবেন না।

তাই বুধবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ডৌহাখলা বাজারে সমর্থকদের নিয়ে আয়োজিত এক সভায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়ে দেন মো. জয়নাল আবেদীন। এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ড. সামীউল আলম লিটন, গৌরীপুর উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম প্রমূখ।