নাইক্ষ্যংছড়িতে পার্বত্য চুক্তির ২যুগ পূর্তি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানান কর্মসূচীর মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২ যুগ (২৪তম) বর্ষপূর্তি উপলক্ষে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ, আলোচনা সভা ও বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে ব্যাটালিয়নের ট্রেনিং সেন্টারে আয়োজিত আলোচনা সভা উপ অধিনায়ক (মেজর) কাজী আহাদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটেলিয়ন (বিজিবির) জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ নাহিদ হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা,থানা’র ওসি (তদন্ত) শরীফ ইবনে আলম, বাইশারী ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আলম, দোছড়ি ইউপি নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ ইমরান, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক আব্দুল হামিদ, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, প্রেসক্লাবের সদস্য মোঃ জয়নাল আবেদীন টুক্কু, সদস্য হাফিজুল ইসলাম চৌধুরী, সদস্য আব্দু রশিদ,সদস্য মোঃ শাহীন, সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মাহামুদুল হক বাহাদুর, সদস্য মোঃ ইউনুছ, সদস্য মোঃ তৈয়ব উল্লাহ,দোছড়ি মৌজার হেডম্যান মংনু মার্মা বাকখাঁলী মৌজার হেডম্যান উছাই থোয়াই চাক, বাইশারী মৌজার হেডম্যান ধুংশে মার্মা প্রমূখ। এদিকে দিবসটি উপলক্ষে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার, বিকেল সাড়ে ৪টায় ব্যাটালিয়নের মাঠে স্থানীয় খেলোয়াড় বনাম বিজিবি সম্প্রীতির এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।