হবিগঞ্জে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী কারাগারে

লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যৌতুক লোভী স্বামীকে কারাগারে পাঠিয়েছে আদালত গতকাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্ত্রীর দায়ের করা মামলায় হাজিরা দিতে গেলে ১নং উত্তর পূর্ব ইউনিয়নের খন্দকার মহল্লার মাহমুদ মিয়ার ছেলে মোবাইল মেইকার সুজন মিয়াকে কারাগারে প্রেরণ করেন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। মামলার বিবরণে জানা যায় একই এলাকার রুবেল মিয়ার কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সুজন মিয়া।

গত বছরের ১-জুলাই সুজন বিদেশ যাওয়ার কথা বলে স্ত্রী আয়েশা আক্তারকে বাবার বাড়ী থেকে ২ লক্ষ টাকা এনে দিতে চাপ প্রয়োগ করে। অসহায় হতদরিদ্র পরিবারের কন্যা আয়েশা আক্তার সুজনের চাহিত টাকা এনে দিতে অপরাগতা প্রকাশ করলে তাকে বেধড়ক মারপিঠ করে সুজন। বর্তমানে অসহায় হত দরিদ্র আয়েশা আক্তার তার পিত্রালয়ে অবস্থান করছেন। এ ঘটনায় স্ত্রী আয়েশা আক্তার বাদী হয়ে গত বছরের ১৮ জুলাই সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (কগ-৪)

হবিগঞ্জে যৌতুক নিরোধ আইনের সংশোধনী ২০১৮ এর ৩ধারায় যৌতুক লোভী স্বামী সুজন মিয়াকে আসামী করে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়ে আসামী সুজন মিয়ার নামে সমন জারির আদেশ প্রদান করেন, গতকাল এ মামলায় হাজিরা দিতে গেলে আসামী সুজন মিয়াকে জেল হাজতে প্রেরণ করেন বিজ্ঞ আদালত উল্লেখ্য যৌতুক লোভী সুজনের নামে দাঙ্গা-হাঙ্গামাসহ আরো বেশ কয়েকটি মামলা রয়েছে।