সুমন ইকবাল’র কবিতা পটল ক্ষেত

পটল ক্ষেত

সুমন ইকবাল

চোখের ভাষা আর বোবাদের আর্তনাদ
না বুঝে জগৎ ভ্রমন,
পশু-পাখিদের মত জীবন যাপনে
অভ্যস্ত না হয়ে জগৎ ভ্রমন।
ছিল সত্যিই ভয়ানক!
পটলের ক্ষেতে এসে দেখি
সবাই ঝলক মারছে।
আমি হতভাগা
চোখে ঝাপসা দেখি
কানে কম শুনি
কন্ঠে আওয়াজ নেই।