সিলেটে এক বছরে ধর্ষণের শিকার ৩২৩ নারী

নিজস্ব প্রতিবেদকঃ ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের শিকার হন এক গৃহবধূ। দেশব্যাপী এ ঘটনাটি বহুল আলোচিত হয়েছিল। সিলেট বিভাগে প্রায়ই ঘটছে ধর্ষণ ও নারী নির্যাতন।

গত এক বছরে সিলেট বিভাগে ধর্ষণের শিকার ৩২৩ নারী। এছাড়াও বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন আরও ৫২৪ জন। পুলিশের দেয়া এক হিসাব অনুযায়ী জানা যায়, সিলেট বিভাগের ৪ জেলা (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার) অঞ্চলে গত বছর ধর্ষণের শিকার হয়েছেন ৩২৩ নারী। এসব ঘটনায় মামলা হয়েছে ২২৫ টি।

উল্লেখ্য যে, বর্তমানে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৩ হাজার ৪৭৬ টি মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে। ভুক্তভোগীদের দাবি, বিচার প্রক্রিয়ায় ধীরগতির কারণে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে।