সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ এখন আশংকামুক্ত : পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার

আব্দুর রহমান, সিরাজগঞ্জ থেকেঃ পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেছেন, শহর রক্ষা বাঁধের ভাঙন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ নিয়ে সিরাজগঞ্জবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই।
শুক্রবার (২ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের ধসে যাওয়া স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ধসে যাওয়ার পর থেকেই পানি উন্নয়ন বোর্ড ঘটনার পর পরই দিনরাত কাজ করে সেখানে জিও ব্যাগ, সিসিব্লক ফেলে ভাঙন নিয়ন্ত্রণে এনেছে। এখনো ভাঙন স্থানে কাজ করা হচ্ছে। এ সময় জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত মঙ্গলবার (২৯ জুন) দুপুরে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ট পয়েন্ট জেলখানা ঘাটে আকষ্মাত ধস দেখা দেয়। মুহুর্তের মধ্যে বাঁধের প্রায় ১০০ মিটার এলাকা ধসে যায়।