সিরাজগঞ্জ কাজিপুরে অন্য রকম বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ব্যতিক্রমী উপহার

তারিকুল আলম,সিরাজগঞ্জ কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অন্য রকম বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর ইংরেজি টিউটোরিয়াল পরীক্ষায় ভাল ফলাফলের জন্য ১৫ জন শিক্ষার্থীকে মাছ উপহার দিয়েছে অত্র প্রতিষ্ঠানটি। শনিবার স্কুল মাঠে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে শুভেচ্ছা উপহার হিসেবে মাছ উপহার দেয়ার ঘটনা ঘটেছে। এই উপহার অনুষ্ঠানে আসা অতিথিদের মাঝে বেশ হাস্যরসের জন্ম দেয়। অন্য রকম বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাছ উপহার ব্যতিক্রমী এ ঘটনা ঘটে। এমন উপহার দেয়ায় ওই এলাকায় ঘটনাটি রীতিমতো বেশ সাড়া ফেলেছে। এই ব্যতিক্রমী উপহার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অন্য রকম বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি প্রকৌশলী আব্দুর রশীদ, অন্য রকম বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ইয়াছিন আলী, অভিভাবক শহিদুল ইসলাম মাষ্টার, সাংবাদিক টি এম কামাল, মিজানুর রহমান মিনু, অন্য রকম বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের সহ-কারী প্রধান শিক্ষক আশরাফ আলী খান, শিক্ষক সুরভী খাতুন প্রমুখ। এ বিষয়ে উপহার পাওয়া শিক্ষার্থী সাব্বির রহমান, মাইদুল ইসলাম, মাসুমা তাসনিম, তামিম ইকবাল, সাদিয়া খাতুন, আবু রায়হান, আতিকুর রহমান নিরব, সাগর, মাহিন হাসান রাতিন, মাসুদ বিল্লাহ, সোহেল রানা, সুবর্ণা জেসমিন মৌ, রেশমী আক্তার রিয়া, রোমান খান, বিথি খাতুন ও এস এম সোয়াদ মন্ডল জানান, এমন ব্যতিক্রমী উপহার পাওয়ার বিষয়টি চিরদিন মনে থাকবে।