সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় মা ইলিশ ধরার অপরাধে ১২ জেলের এক বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

তারিকুল আলম, সিরাজগঞ্জঃনিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ১২ জেলেকে এক বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।এসময় ১৬ হাজার মিটার কারেন্ট জাল ও ১৮ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

রোববার (০১ অক্টোবর) সকালে চৌহালী উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক আফসানা ইয়াসমিন এই কারাদন্ড প্রদান করেন।

চৌহালী উপজেলার মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম বলেন, গতকাল শনিবার সকাল থেকে আজ রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানে ১২ জেলেকে আটক করা হয়। ১৬ হাজার মিটার কারেন্ট জাল ও ১৮ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। আটককৃত প্রত্যেককে এক বছর করে করে কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত।

জব্দকৃত জালগুলো আগুনে পুড়ে ফেলা হয় এবং মাছ গুলো স্থানীয় মাদ্রসা ও ইতিমখানায় বিতরন করা হয়েছে।

অভিযানে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের উপসচিব আব্দুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শাহেদ আলী উপস্থিত ছিলেন।